দারুননাজাত মডেল মাদ্রাসা

শেখবাড়ী, টি এন্ড টি রোড, ভালুকা ময়মনসিংহ

ভর্তির শর্তাবলী

০১. অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাআতের (মাতুরিদী) অনুসারী হবে।

০২. অত্র মাদরাসায় অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা অংগ সংগঠনের সাথে জড়িত থাকবে না।

০৩. প্রতিদিন কমপক্ষে ১০ ঘন্টা পড়ালেখা করতে অভ্যস্ত হবে।

০৪. সুন্নতি পোষাক ব্যবহার করবে।

০৫. মেসওয়াক ও ঢিলা কুলুখ অবশ্যই ব্যবহার করবে।

০৬. পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করবে

০৭. আমলি জিন্দেগীতে অভ্যস্ত হবে।

০৮. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মোবাইল ফোন ব্যবহার করবে না।

০৯. বছরের মাঝখানে প্রতিষ্ঠান ত্যাগ করতে চাইলে বছরের বাকি মাসসমূহের বেতন এবং বকেয়া (যদি থাকে) পরিশোধ করবে।

১০. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন সমিতি, সংস্থা বা প্রতিষ্ঠানের সদস্য হবে না।

১১. মাদরাসা চলাকালে ক্লাসে হাজির থেকে সকল পরীক্ষায় উত্তীর্ণ হবে।

১২. মাদরাসার সবধরনের আসবাবপত্র যথানিয়মে হিফাজত করতে হবে।

১৩. মাদরাসা কর্তৃপক্ষের সকল নির্দেশ মেনে চলবে।

১৪. পরস্পর ছাত্র ভাই, উস্তাদ ও সকল শ্রেণির লোকের সাথে সৌজন্যমূলক আচরণ করবে।

১৫. কোন অবস্থাতেই বিনা অনুমতিতে মাদরাসা ত্যাগ করবে না এবং ক্লাসে অনুপস্থিত থাকবে না।

১৬. প্রতিষ্ঠান পরিত্যাগ করতে হলে মাদরাসা কর্তৃপক্ষ কর্তৃক ধার্যকৃত ফি আদায় করবে।

১৭. মাসিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রতি মাসে ২৪ ঘণ্টা ছুটি পাবে।

১৮. কোন কারণে ছুটির প্রয়োজন হলে অগ্রিম পড়া আদায় করে সকল কোর্স টিচারের সুপারিশ নিয়ে ছুটি নিবে।

১৯. একাডেমিক ও রিডিং টাইমে কোনো অভিভাবক ছাত্রের সাথে দেখা করবে না।

২০. কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ব্যক্তিগতভাবে ইলেকট্রিক ডিভাইস ( মোবাইল, ল্যপটপ, কম্পিউটার ও বিভিন্ন শর্ট লাইন+ ইত্যাদি) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

২১. কোনক্রমেই কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাদরাসা ক্যাম্পাসের বাইরে যাবে না। মাদরাসা ক্যাম্পাসের বাইরে গিয়ে কোন ধরণের দুর্ঘটনার সম্মুখিন হলে তার জন্য মাদারাসা কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

২২. প্রতি মাসের নির্ধারিত ফি চলতি মাসের ০৫ তারিখের মধ্যে পরিশোধ করবে।

২৩. সকল শিক্ষার্থী কামিল জামাআত পর্যন্ত অত্র মাদরাসায় অধ্যয়নের চেষ্টা করবে।

২৪. কর্তৃপক্ষ যাকে যে স্থানে সিট দেবে তাই মেনে নিবে।

২৫. বাধ্যতামূলকভাবে নামাযের জামাত, পাগড়ী ব্যবহার, যিকির, তাসবীহ, তাহলীল, মিলাদ, দোয়া, ঢিলা-কুলুখ ও মিসওয়াক ইত্যাদি সুন্নাত তরীকা যথারীতি অনুশীলন করবে।

২৬. কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন মেহমানকে ছাত্রাবাসে রাখবে না।

২৭. স্থানীয় কোন লোকজনের সাথে বিশেষ ধরণের সম্পর্ক, লেনদেন, দোকান থেকে বাকীতে ক্রয়-বিক্রয় ইত্যাদি নিষিদ্ধ।

২৮. মাদরাসার আসবাবপত্র, নিজের মাল সামানা যথাযথভাবে সংরক্ষণ করবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে যতœশীল হবে।

২৯. মাদরাসা অফিসে, শিক্ষকদের রুমে, খাবার ঘরে ও পরস্পর ছাত্রদের রুমে এবং সিটে বিনা প্রয়োজনে বিনা অনুমতিতে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৩০. কোন রাজনৈতিক সংগঠনের পুস্তক, পত্রিকা এবং বিনা অনুমতিতে কোন ধরণের পুস্তক ও পত্রিকা পড়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৩১. ছাত্রাবাসে নির্ধারিত রুটিন অনুযায়ী সকল কাজ সম্পন্ন করবে।

৩২. সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হলে মাদরাসার মাদরাসার যে কোনো সিদ্ধান্ত মেনে নিবে।

৩৩. কোন ছাত্রের কাছ থেকে ঋণ বা খাবার এবং কোন ছাত্রকে ঋণ বা খাবার দেয়া যাবে না।

৩৪. পিতা, মাতা ও চাচা বা মামার মোট তিনটি ভিন্ন নম্বর ভর্তি ফরমে সংযুক্ত করবে।

উল্লিখিত সকল শর্তাবলী/মেনে চলতে বাধ্য থাকব।