ভর্তির শর্তাবলী
০১. অত্র মাদরাসার সকল শিক্ষার্থীকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হতে হবে।
০২. অত্র মাদরাসায় অধ্যয়নকালে রাজনৈতিক সংগঠন বা অংগ সংগঠনের সাথে জড়িত থাকতে পারবে না।
০৩. মাদরাসা কর্তৃক নির্ধারিত তারিখ অনুযায়ী সাহিত্য-মজলিস, বিতর্ক-অনুষ্ঠান, সাপ্তাহিক জলসা, বক্তৃতা, আবৃত্তি, রচনা, দেয়ালিকা, ক্রীড়া ও কৌতুকসহ সকল সহ-শিক্ষা কার্যক্রমে অবশ্যই অংশ গ্রহণ করতে হবে।
০৪. অবশ্যই সকল শিক্ষার্থীকে নেস্ফে সাক, সাদা জামা, সাদা সুন্নতি পাজামা, গোল টুপি ও পাগড়ি ব্যবহার করতে হবে।
০৫. মেসওয়াক ও ঢিলা কুলুখ অবশ্যই ব্যবহার করতে হবে।
০৬. পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায় করতে হবে।
০৭. সকল শিক্ষার্থীকে ইলমে তরিকা মাশকে অভ্যস্ত হতে হবে।
০৮. কোন অবস্থাতেই দাঁড়ি ছাটা-কাটা চলবে না এবং সুন্নত তরিকা অনুযায়ী চুল কাটাতে হবে।
০৯. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোন সমিতি, সংস্থা বা প্রতিষ্ঠানের সদস্য হওয়া যাবে না।
১০. সকল শিক্ষার্থীকে মাদরাসা চলাকালে ক্লাসে হাজির থেকে সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১১. মাদরাসা এবং গভর্ণিং বডির নিজস্ব সবধরনের আসবাবপত্র যথানিয়মে হিফাজত করতে হবে।
১২. মাদরাসা কর্তৃপক্ষের সকল নির্দেশ মেনে চলতে হবে।
১৩. পরস্পর ছাত্র ভাই, উস্তাদ ও সকল শ্রেণীর লোকের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে।
১৪. কোন অবস্থাতেই বিনা অনুমতিতে মাদরাসা ত্যাগ করতে এবং ক্লাসে অনুপস্থিত থাকতে পারবে না।
১৫. অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় কোনভাবেই অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না।
১৭. মাদরাসা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।